প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বছর থেকেই করোনা টিকার বুস্টার ডোজ চালু করার কথা বলেছেন।কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই টিকাকে বলা হচ্ছে Precautionary Dose বা সতর্কতামূলক ডোজ। আগামী বছর 10 জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যাদের শরীরে কোমর্বিডিটি রয়েছে সেই ষাটোর্ধ্ব নাগরিকদের এই বুষ্টার ডোজ প্রদান করা হবে।যদিও মোদি সরকার জানিয়েছে শুধুমাত্র কোমর্বিডিটি থাকলেই যে সতর্কতামূলক করোনা টিকা দেওয়া হবে এমনটা নয়। চিকিৎসকের পরামর্শ মানলে তবেই মিলবে করোনার এই তৃতীয় ডোজ।