নিজস্ব সংবাদদাতা সম্পা:গত কিছুদিন ধরে চলছিল অন্তর্জাল” সিরিজ -এর শুটিং।সৃষ্টি সুখ এর প্রযোজনায় দেব রুপম করন এর নির্দেশনায়,অয়ন্তিকা সুইন-এর গল্পঃ লেখনী তে শোভন পাহাড়ি র চিত্রগ্রহণে,সিরিজ “অন্তর্জাল” -এর শুটিং গত ২৩ তারিখে শেষ হলো।প্রেম,থ্রিলার, কমেডি তে ভরপুর এই সিরিজে অভিনয় করেছেন এক গুচ্ছ অভিনেতা অভিনেত্রীরা।মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিষেক দত্ত, পিহু মাইতি ,দেবানসু, সোমনাথ মাইতি,সঞ্চিতা প্রধান, কোএনা পান্ডা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন সন্তপ্ত দে,আঁখি মহাপাত্র, অতনু মন্ডল,দেবারতি মাইতি, চন্দন করন, সৌমেন দিন্দা,চন্দন প্রধান,কৃষ্ণেন্দু করন।প্রোডাকশন থেকে জানা গেছে সিরিজের প্রথম খন্ডর মুক্তি পাওয়ার কিছুদিন পর থেকেই সিরিজের ২য় খন্ডর শুটিং শুরু হবে ।পরিচালক ও সৃষ্টি সুখ এর সিইও দেব রুপম করন জানিয়েছেন এই প্রথম একগুচ্ছ অভিনেতা, অভিনেত্রী নিয়ে এতো বড়ো কাজের প্রয়াস।আশা করি সকলের ভালো লাগবে। খুব তাড়াতড়ি ২য় অংশ শুরু করবো