HomeNorth 24 Parganasআবিরে আবিরে এসো আজ হোলি খেলি।

আবিরে আবিরে এসো আজ হোলি খেলি।

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা সম্পা:শান্তিনিকেতনের অনুকরণে এই ধরনের অনুষ্ঠান।এবছর পুরো এলাকা পদযাত্রার মাধ্যমে নৃত্য পরিবেশন করে, ধর্ম বর্ণ নির্বিশেষে রঙে রাঙিয়ে দিল সবাইকে।
দোল একেবারে অন্য রকম। ঠিক যেন এক টুকরো শান্তিনিকেতন। এলাকায় আয়োজিত এমন চিত্র দোল উৎসবে সামিল হয়েছিলেন এলাকার বহু মানুষ।নানা বয়সের মানুষের উপস্থিতিতে বসন্ত উৎসব অন্য মাত্রায় পৌঁছল।প্রথম বসন্তের ভোরের আলোয় হলুদ, লাল, রঙিন শাড়িতে সেজে উঠেছিলেন মেয়েরা, আর পাঞ্জাবীতে ছেলেরা সবার মন এক সুরে গইছে।
“বাতাসে বহিছে প্রেম,নয়নে লাগিলো নেশা,কারা যে ডাকিলো পিছে,বসন্ত এসে গেছে”। প্রত্যেকেই একে অপরকে আবির মাখিয়ে দেন। পথচলতি মানুষও রঙের উৎসবের আলিঙ্গন থেকে বাদ পড়েননি। তাঁদের সঙ্গেও চলে আবির বিনিময়। শুরু করেন উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব থেকে বটতলা বাজার হয়ে গাঙ্গুলিপাড়া হয়ে আবার শেষ করেন উত্তর পল্লী স্পোর্টিং ক্লাবে।
গানের তালে পাল্লা দিয়ে চলে নাচ। মেয়েরা থালায় বিভিন্ন রঙের আবির সাজিয়ে সকলকে মাখিয়ে দিচ্ছিলেন।এলাকার সকলে মিলে এমন একটি উৎসবে সামিল হতে পেরে খুবই আনন্দিত। উপস্থিত ছিলেন “উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব”-এর সমস্ত সদস্যরা, সমস্ত এলাকাবাসীরা এবং পৌরমাতা এবং পৌরপিতারা ও বসন্ত উৎসবে সামিল হন।
সব মিলিয়ে উৎসব ও আবেগের রঙে ভেসে গেল আগরপাড়া উত্তরপল্লী বাসিন্দারা।

writer

writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments