HomeNorth 24 Parganasনর্থ সাবার্ব কম্পিউটার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে ITPL ক্রিকেট প্রতিযোগিতা।

নর্থ সাবার্ব কম্পিউটার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে ITPL ক্রিকেট প্রতিযোগিতা।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি সম্পা :১১ ফেব্রুয়ারী ITPL সম্পূর্ণ কর্পোরেট ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হল ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গন প্রাঙ্গনে। কাজের সাথে সাথে রিফ্রেশমেন্টের কথা মাথায় রেখেই এই টুর্নামেন্টের আয়োজন করেছেন নর্থ সাবার্ব কম্পিউটার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।এই প্রতিযোগিতায় রাজ্যের ৮টি জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।যেখানে আটটি দল যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা,নদীয়া, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান,হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর,সাতটি ম্যাচ খেলার মাধ্যমে সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ খেলেন। বিখ্যাত কিছু আইটি কোম্পানি তাদের নিয়ে প্রিমিয়ার লিগ-এর আয়োজন। এই প্রতিযোগিতায় রানার্স আপ কুড়ি হাজার টাকার চেক এবং উইনারা পেলেন ত্রিশ হাজার টাকার চেক।যেসব প্লেয়াররা খেলায় অংশগ্রহণ করেছেন তারা প্রতিনিয়ত খেলা প্র্যাকটিস করেন না বা কোন প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন না। রিফ্রেশমেন্ট এবং ভালোবাসা থেকে প্রতিবছর তারা এই খেলায় অংশগ্রহণ করেন।
খেলার সাথে সাথে সকলের জন্য চক্ষু পরীক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ও ছিলো। নর্থ সাবার্ব কম্পিউটার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্রিকেট প্রতিযোগিতার সাথে সাথে এক মহৎ উদ্যোগ নিয়েছেন এদিন খড়দহ রামকৃষ্ণ বিবেকানন্দ মুখ ও বধির হোমের ২৫ জন শিশুর হাতে কিছু বস্ত্র তুলে দিয়েছেন।
খেলাটি পরিচালনা করতে আর্থিকভাবে সাহায্য করেন বিখ্যাত ক্যামেরা প্রস্তুত কারো সংস্থা HIKVISSION, PANTUM, HP, TP LINK, D-LINK, ELISTA সহ অসংখ্য আন্তর্জাতিক সংস্থা।
উপস্থিত ছিলেন কিংবদন্তি ফুটবলার রঞ্জিত মুখার্জি,ব্যারাকপুর পৌর প্রধান এবং উপপৌর প্রধানরা,ব্যারাকপুরের এস.ডি.ও। অতিথিরা ছিলেন, কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর, মন্ত্রী পার্থ ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী, অন্তর্দেশীয় মানবাধিকার কাউন্সিল পশ্চিমবঙ্গের পাবলিক বোর্ডের যুগ্ম সম্পাদক, নর্থ সাবার্ব কম্পিউটার ট্রেডার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য রাজীব সেন সহ অনেকে উপস্থিত ছিলেন।রামকৃষ্ণ বিবেকানন্দ মুখ ও বধির হোমে ২৫ জন শিশু সহ হোমের অভিভাবিকা সহ NSCTWA বিভিন্ন পদাধিকারী, ভাষ্যকার বাসুদেব গাঙ্গুলী তৎসহ পল্লব দত্ত। সমগ্র খেলাটি পরিচালনা করে সিএবি নির্ধারিত আম্পেয়ার এবং স্কোরাররা।

writer

writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments