নিজস্ব সংবাদদাতা সম্পার :১৬ই ফেব্রুয়ারী আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা।বিধাননগর পৌর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা চামেলী নস্কর মন্ডল আজ সকাল থেকে চিংড়িঘাট মোড়ে কিছু ফুল এবং উপহারের সাথে শুভেচ্ছা বার্তা ও আশীর্বাদ দিলেন।৩৬ নম্বর ওয়ার্ডের ১৩০ জনের বেশি ছাত্র-ছাত্রীদের কে আশীর্বাদ দিতে উপস্থিত ছিলেন পৌরমাতা চামেলী নস্কর মন্ডল সহ এলাকাবাসীর অনেকেই।পৌরমাতার উৎসাহে সকাল সকাল চিংড়িঘাট মোড়ে হাজির হয়েছেন এলাকাবাসী সহ এলাকার তৃণমূলের কার্যকর্তারা। পরীক্ষা দিতে যাওয়ার পথে পৌরমাতার শুভেচ্ছা আশীর্বাদে খুশি পরীক্ষার্থীরা।পৌরমাতার নিজের মেয়ে ও এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেন, নিজের মেয়েকে আশীর্বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে ৩৬ নম্বর এলাকার যারা সন্তান রয়েছে পরীক্ষার্থী রয়েছেন তাদের আশীর্বাদ দিতে পৌরমাতা সকাল সকাল হাজির হলেন চিংড়িঘাটা মোড়ে।
১৬ই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো শেষ হবে ২৯ ফেব্রুয়ারী অব্দি। ।উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে দুপুর ১ টায় পরীক্ষা শেষ হয়ে হবে।