লেদার ব্যান্ডের হাতঘড়ি:
অফিস ওয়্যার থেকে যে কোনও রকম ফর্ম্যাল ওয়্যার- এই ধরণের হাত ঘড়িই কিন্তু ভরসা। আপনার বোরিং ফরম্যাল লুক কেও স্মার্ট এবং ক্লাসি করে তুলবে এই ধরণের হাতঘড়ি।
স্টিল ব্যান্ডের হাতঘড়ি:
এই ধরণের ঘড়ির একটা অ্যাডভান্টেজ হলো এটি ফরম্যাল থেকে ওয়েস্টার্ন ক্যাজুয়াল, শাড়ি থেকে টপ যে কোনো ধরনের পোশাকের সাথেই খুব আরামে পরতে পারেন।
স্পোর্টস ওয়াচ:
সকালের মর্নিং ওয়াক বা জিম অথবা ওয়েস্টার্ন ক্যাজুয়ালের সঙ্গেও দারুন মানানসই এই ধরণের ঘড়ি গুলি।
লাক্সারি ওয়াচ:
যেকোনো অনুষ্ঠান , বিশেষ করে কোনো ফেস্টিভ ওয়্যারের সঙ্গে, বিয়েবাড়ি থেকে অফিস পার্টি, বা বিশেষ কোনো ইভেন্ট এই হাতঘড়ি কিন্তু থাকা চাই। একটি দামি লাক্সারি ঘড়িকিন্তু আপনার পুরো লুকটাকেই বদলে দিতে পারে।
শৌখিন হাতঘড়ি:
ট্র্যাডিশনাল পোশাক কিংবা কোনও অনুষ্ঠান বাড়িতে সালওয়ার কামিজ পরলে এরকম একটি ঘড়ি থাকা প্রয়োজন।সোনালি বা রোজ গোল্ড ঘড়ি পরলে কিন্তু বেশ ভাল লাগবে।